শিরোনাম

South east bank ad

দুর্গাপুরে হতদরিদ্রদের মাঝে বস্ত্র বিতরণ

 প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এস.এম রফিক, (দুর্গাপুর) :

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার মানবকল্যাণকামী অনাথালয়, হোমিও দাতব্য চিকিৎসালয়, বিনামুল্যে সেলাই প্রশিক্ষণ, অনিকেত বৃদ্ধশ্রম, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সদস্য, নয়ন যোগি আশ্রম এর প্রতিষ্ঠাতা ও সাদা মনের মানুষ নিত্যানন্দ গোস্বামী (নয়ন) এর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে হত দরিদ্রদের বস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার বিকেলে অনাথলের মাঠে স্থানীয় হতদরিদ্রদের মাঝে এ বস্ত্র বিতরণ করা হয়।

বস্ত্র বিতরণ পুর্ব আলোচনা সভায় দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা মোস্তফা জামাল লিটন।

অন্যদের মধ্যে আলোচনা করেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক গীতিকার সুজন হাজং, কবি সাজ্জাদ হোসেন খান, ঢাকাস্থ দুর্গাপুর সমিতির সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এডভোকেট সজয় চক্রবর্ত্তী, অনাথ মাতা নিশা দেবী, অনাথালয়ের সভাপতি সুবল দে প্রমুখ। আলোচনা শেষে ঢাকাস্থ দুর্গাপুর সমিতির সহায়তায় স্থানীয় ১৫০ জন হত-দরিদ্রদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: