শিরোনাম

South east bank ad

দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই : মেয়র আবু

 প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মোঃ লিহাজ উদ্দিন, (পঞ্চগড়) :

উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের নবগঠিত দেবীগঞ্জ পৌরসভায় প্রথমবারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী আবু বকর সিদ্দীক। জয়ের পর কয়েকজন সাংবাদিকের মুখোমুখি হন এই নব নির্বাচিত মেয়র।

কথা প্রসঙ্গে তিনি বলেন, দলীয় মনোনয়ন আমি চেয়েছি, কিন্তু পাইনি। রাজনীতি করার পাশাপাশি দেবীগঞ্জ পৌরসভা গঠনের পর থেকেই নির্বাচনে অংশ নেওয়ার জন্য কাজ করছিলাম। রাজনীতির বাইরেও আমি দেবীগঞ্জের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত। করোনার সময়ে রোগী ও কর্মহীন মানুষের পাশে থেকেছি। সে শক্তি থেকেই ভেবেছি এই পৌরসভা নির্বাচনে দলীয় প্রতীকের চেয়ে ব্যক্তিপরিচয়ই বেশি গুরুত্ব পাবে।

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন রাজনৈতিক কর্মী হওয়ার পাশাপাশি বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত থাকায় দীর্ঘদিন জনপ্রতিনিধিদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। এ ছাড়া দেবীগঞ্জ এলাকাটি রেলমন্ত্রী নূরুল ইসলামের নির্বাচনী এলাকা। একসময় আমি তাঁর ব্যক্তিগত সহকারী ছিলাম। তিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন। আমার বিশ্বাস, রেলমন্ত্রীর পরামর্শে কাজ করতে পারব।নির্বাচনে দলীয় শৃঙ্খলা ও কিছু বাধ্যবাধকতার কারণে হয়তো নেতা-কর্মীরা সরাসরি আমার সঙ্গে কাজ করতে পারেননি। কিন্তু মন থেকে তাঁরা আমার পাশেই ছিলেন। তাঁদের সঙ্গে নিয়েই কাজ করতে চাই।

নব গঠিত দেবীগঞ্জ পৌরসভার উন্নয়ন প্রসঙ্গে তিনি তার প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করার ইচ্ছা পোষনে বলেন, দেবীগঞ্জ এমনিতেই প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত একটি এলাকা। অল্প কিছু কাজ করলেই পর্যটকদের আকৃষ্ট করা যাবে। এ ছাড়া মডেল পৌরসভা গড়তে যা যা করার প্রয়োজন, সবই করা হবে। আর পৌরবাসীকে ধন্যবাদ, তাঁরা আমাকে বিমুখ করেননি। আমিও তাঁদের সঙ্গে বেইমানি করব না।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: