শিরোনাম

South east bank ad

প্রধানমন্ত্রীর খাদ্য বান্ধব কর্মসূচীর চালে পঁচা চাল মিশিয়ে বিতরণের অভিযোগ

 প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

সাব্বির হোসেন সাইফুল, (মানিকগঞ্জ) :

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় প্রধানমন্ত্রীর খাদ্য বান্ধব ১০ টাকা দরে (ওএমএস) ভালো চাউলের সাথে পঁচা চাউল মিশিয়ে কার্ডধারীদের মাঝে চাল বিতরণ করার অভিভোগ উঠেছে ডিলার অনিল চন্দ্র সাহার বিরুদ্ধে।

সাটুরিয়া বাজারে শহীদ মিনারের পাশে ডিলার অনিল চন্দ্র সাহা প্রধানমন্ত্রীর খাদ্য বান্ধব (ওএমএস) ১০ টাকা দরে চাল কার্ডধারীদের বিতরণ করে আসছেন। সবসময় কার্ডধারীরা আসার আগেই সে ২০১৬ সালের পঁচা ও দুর্গন্ধ চাউল মিশিয়ে দেয়। ভালো চাউলের সাথে পঁচা চাউল দেখে কার্ডধারীরা প্রতিবাদ করলে ডিলার বলেন, সরকার যা দিয়েছে তাই খেতে হবে ।

১৪ই সেপ্টেম্বর মঙ্গলবার কয়েকজন কার্ডধারীর সাথে কথা বললে তারা জানান, দীর্ঘদিন ধরে সে আমাদের ১০ টাকা দরের ৩০ কেজি সরকারি চাল দিয়ে আসছে। ওই চালের মধ্যে বিভিন্ন ধরণের পোকা মরা ও দুর্গন্ধযুক্ত চাউল দেয়। ওই চালের ভাত খাওয়া যায় না। এমনকি দুগন্ধের কারণে গরু ছাগল খায় না। গ্রাহকরা এমন অভিযোগ করলে সে উল্টো চাউল না দেওয়ার হুমকি দেয়। কার্ডধারীদের অভিযোগ সরকার দেয় তাদের ভালো চাউল আর সে পঁচা চাউল মিশিয়ে আমাদের দেয়।

সাটুরিয়া বাজারের খাদ্য গুদামের অনুমোদিত ডিলার অনিল চন্দ্র সাহার মুঠো ফোনে একাধিকবার যোগাযোগ করলে তাকে ফোনে পাওয়া যায়নি। তবে ঘটনা জানাজানি হলে তার মুঠোফোনটি বন্ধ রাখেন।

সাটুরিয়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শফিকুল আলম বলেন, সাটুরিয়া উপজেলার সব ডিলারকে ভালো মানের চাল দেওয়া হয়েছে। কোন ডিলার যদি সাধারণ মানুষের সাথে প্রতারণা করে সেই ডিলারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাটুরিয়া উপজেলার ইউএনও আশরাফুল আলম বলেন, ভালো চালের মধ্যে পঁচা চাউল মিশিয়ে কার্ডধারীদের দিলে ওই ডিলারের লাইসেন্স বাতিল করা হবে মন্তব্য করেন। ইতোমধ্যেই খাদ্য গুদাম কর্মকর্তাকে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: