শিরোনাম

South east bank ad

শ্রেণিকক্ষে ফিরলো রাজশাহীর সাড়ে চার লাখ শিক্ষার্থী

 প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

আমজাদ হোসেন শিমুল, (রাজশাহী ব্যুরো) :

দীর্ঘ প্রায় দেড় বছর পর রাজশাহীর প্রায় সাড়ে ৪ লাখ শিক্ষার্থী স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে ক্লাসে ফিরেছে। রবিবার (১২ সেপ্টেম্বর) সকালে রাজশাহী নগরীর বিভিন্ন এলাকাতেই দেখা গেছে পথে পথে ছেলেমেয়েরা হেঁটে যাচ্ছে। কেউ অভিভাবকের সাথে। কেউ সহপাঠীদের সাথে দল বেঁধে। কেউবা একাকী। তাদের পরনে স্কুলপোশাক। পিঠে ব্যাগ।

রবিবার সকালে সরেজমিনে নগরীর শিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি পিএন বালিকা উচ্চ বিদ্যালয়, মসজিদ মিশন অ্যাকাডেমি (বালিকা), বিবি হিন্দু অ্যাকাডেমি, বরেন্দ্র মহাবিদ্যালয়, শাহমখদুম কলেজসহ বেশ কয়েকটি বিদ্যালয় ঘুরে দেখা গেছে- দীর্ঘ সময় পর শিক্ষার্থীরা রবিবার সকালে উৎসবমুখর পরিবেশে ক্লাসে ফিরেছে। স্বাস্থ্যবিধি যাতে লঙ্ঘিত না হয় সে ব্যাপারে বিদ্যালয় কর্তৃপক্ষ ছিল খুবই সচেতন। সামাজিক দূরত্ব মেনে সারিবদ্ধভাবে শিক্ষার্থীদের লাইনে দাঁড় করিয়ে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে শ্রেণিকক্ষে প্রবেশ করতে দেয়া হয়েছে।

রাজশাহীর সরকারি পিএন বালিকা বিদ্যালয়ের ফটকে দেখা গেছে- তাপমাত্রা পরিমাপক যন্ত্র ব্যবহার করে শিক্ষার্থীদের তাপমাত্রা মেপে প্রবেশ করানো হচ্ছে। কোনো শিক্ষার্থীর অভিভাবকদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এ বিষয়ে জানতে চাইলে স্কুলের প্রধানশিক্ষক তৌহিদ আরা বলেন, সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি শতভাগ প্রতিপালনের জন্য আমরা বদ্ধপরিকর। পুরো স্কুল পরিষ্কার করা হয়েছে। শিক্ষার্থীদের জন্য শতভাগ উপযোগী পরিবেশ তৈরি করা হয়েছে। শ্রেণিকক্ষ প্রস্তুত আছে। সেখানে সামাজিক দূরত্ব মেনে যেন শিক্ষার্থীরা বসতে পারে এবং বসে আমরা সেটি নিশ্চিত করছি।

রাবিয়া ইসলাম নামের এক শিক্ষার্থী জানান, ‘আমাদের স্কুল নটার পর থেকে ক্লাস শুরু হবার কথা। কিন্তু আটটার আগেই অনেক শিক্ষার্থী এসেছে। দীর্ঘদিন পর এভাবে ক্লাসে ফিরতে পেরে খুবই আনন্দিত।’ রাজশাহী কলেজিয়েট স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী নাহিয়ান নাহিদ বলেন. ‘সত্যি আজ বিদ্যালয়ে ফেরাটা অনেকটা স্বপ্নের মত মনে হচ্ছে। দীর্ঘ দেড় বছরে অসংখ্যদিন স্বপ্নে ক্লাস করেছি। আজ যে সত্যি ক্লাসে ফিরেছি এটাও যেন স্বপ্নই মনে হচ্ছে।’

রাজশাহী শিক্ষা অফিস সূত্র বলছে- রাজশাহীতে সরকারি প্রথামকি বিদ্যালয় রয়েছে ১ হাজার ৫৮টি। এই সব বিদ্যালয়ে শিক্ষার্থী দুই লাখ ৫৮ হাজার ৯০৬ জন। এছাড়া মাধ্যমিক বিদ্যালয় রয়েছে ৫৪৭টি। এর শিক্ষার্থী প্রায় দুই লাখ। সবমিলে প্রায় চার লাখ ৫৮ হাজারের বেশি শিক্ষার্থী স্কুল যাচ্ছে।

রাজশাহী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম জানান, বিদ্যালয়ের পরিবেশ ঠিক আছে। শিক্ষার্থীর উপস্থিতিও ভালো। অনেক শিক্ষার্থীর সাথে অভিভাবকও এসেছেন। তারা দেখছে- তাদের ছেলে-মেয়েরা কেমন পরিবেশে ক্লাসে বসছে। অভিভাবকরা সন্তষ প্রকাশ করেছে।

রাজশাহী জেলা শিক্ষা কর্মকর্তা (মাধ্যমিক) নাসির উদ্দিন বলেন, জেলায় উচ্চবিদ্যালয়ের সংখ্যা ৫৪৪টি। মহানগরীসহ জেলার বেশকিছু শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেছি। সব শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পাঠদানের উপযোগী। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধান শিক্ষকসহ শিক্ষকদের স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এরপরেও এ ব্যাপারে আমাদের নজরদারি থাকবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: