বগুড়ার প্রাইভেটকারে র্যাবের তল্লাশি ফেন্সিডিলসহ গ্রেপ্তার দুই
নিজস্ব প্রতিবেদক, বগুড়া :
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৩’ এর দিনাজপুর ক্যাম্পের সদস্যরা বগুড়ার শেরপুর উপজেলায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত ওই প্রাইভেটকারটি জব্দ করা হয়।
এ ঘটনায় শনিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বগুড়ায় আদালতে পাঠানো হয়। এরআগে একইদিন সকাল সাতটার দিকে উপজেলার মহিপুর বাজার নামক স্থানে ঢাকা-বগুড়া মহাসড়কে এই অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার মধ্য বাসুদেবপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে মেহেদী হাসান (২৪) ও জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ভীমপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে নাঈম হাসান (২০)।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে জানান, মাদক কারবারিরা একটি প্রাইভেটকারে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল রাজধানী ঢাকায় নিয়ে যাচ্ছেন- গোপনে এমন সংবাদ পান দিনাজপুর ক্যাম্পের র্যাব-১৩’এর সদস্যরা।
পরে ওই প্রাইভেটকারটিকে ধরতে শেরপুর উপজেলার মহিপুর বাজার নামক স্থানে ঢাকা-বগুড়া মহাসড়কে বিভিন্ন যানবাহনে তল্লাশি অভিযান পরিচালনা করেন। একপর্যায়ে ঢাকাগামী একটি প্রাইভেটকার (চট্রমেট্টো-গ-১১-৪১৪১) আটকে তল্লাশি চালানো হয়। এসময় ওই প্রাইভেটকারের মধ্যে থেকে দুইটি চটের বস্তায় রাখা ২৩৩ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেন। সেই সঙ্গে মাদক পরিবহন কাজে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়।
পরবর্তীতে উদ্ধার হওয়া ফেন্সিডিল, প্রাইভেটকার ও গ্রেপ্তার দুই মাদক কারবারিকে থানায় হস্তান্তর করা হলে তাদের বিরুদ্ধে মাদক মামলা দিয়ে বগুড়ায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানান এই পুলিশ কর্মকর্তা।