বরগুনায় এই প্রথম ইউনিব্লকের দৃষ্টিনন্দন রাস্তা নির্মাণ
এম.এস রিয়াদ, (বরগুনা):
টেকসই উন্নয়ন ও পরিবেশের সুরক্ষা নিশ্চিত করতে বরগুনায় নির্মাণ করা হয়েছে জেলার প্রথম ইউনিব্লকের রাস্তা। ইটের বদলে ইউনিব্লক প্রযুক্তি দিয়ে গ্রামীণ এই জনপদে রাস্তা নির্মাণ করার পর নজর কাড়ছে সবার।
এটি বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের গ্রামীণ একটি সড়ক পরিবেশ বান্ধব ও নান্দনিক হওয়ায় বদলে গেছে এলাকার পরিবেশ। ইটের ব্যবহার না করে প্রথমবারের মতো ইউনিব্লক দিয়ে নির্মিত এই সড়কের প্রশংসা করছে সকলেই।
এ গ্রামটিতে ৮০ লাখ ৮৮ হাজার ৭শ' ১২টাকা ব্যয়ে ১ কিলোমিটার দৈর্ঘ্যের দৃষ্টিনন্দন রাস্তা নির্মাণ করেছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি)।
জানা গেছে- অধিদপ্তরের উল্লিখিত নির্দেশনা অনুসরণ করে বরগুনা জেলার স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) ইউনিব্লকে সড়ক নির্মাণের উদ্যোগ গ্রহণ করে। গত অর্থবছরে পাইলট প্রকল্প হিসেবে বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের বরগুনা-বড়ইতলা থেকে থেকে ঢ্লুয়া মাদ্রাসা পর্যন্ত ৮০ লাখ টাকা ব্যয়ে ১ কিলোমিটার দৈর্ঘ্যের এ রাস্তাটি নির্মাণ করা হয়।
তিন মিটার প্রস্থের রাস্তার উভয় পাশে ৬ ইঞ্চি করে কংক্রিটের কার্ভস্টোন রাস্তাকে আরও টেকসই করেছে।
সিমেন্ট, বালু আর পাথরে ১৫,২৫ ও ৫০ সেন্টিমিটার দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার এক-একটি ইউনিব্লকের চাপ ধারণক্ষমতা ইটের চেয়ে দ্বিগুণেরও বেশি। পাশে লাল রঙের ব্লক ব্যবহার করায় যানবাহন খুব সহজেই রাস্তার পরিমাপ অনুযায়ী চলতে পারবে। এমন রাস্তা নির্মাণে বেড়েছে পরিবেশগত সৌন্দর্য।
এলাকার কলেজ শিক্ষার্থী নুরুল হুদা জানান, পিচঢালা রাস্তাটা দীর্ঘদিন জরাজীর্ণ হয়ে পড়েছিল। তাই আমাদের কাঙ্ক্ষিত এ রাস্তা নতুন প্রযুক্তিতে ইউনিব্লকে নির্মাণ করায় আমরা খুব খুশি। মোটরসাইকেল স্লিপ করার ভয় নেই এ রাস্তায়। আবার দু'পাশে খানিকটা ঢালু থাকায় বৃষ্টির পানিও রাস্তায় জমে থাকছে না।
এলাকাবাসী এমন প্রক্রিয়ায় তৈরি করা রাস্তা নির্মাণে বর্তমান সরকারকে সাধুবাদ জানিয়ে বলেন- দেশের প্রতিটি গ্রামীণ জনপদে যদি এমন রাস্তা নির্মাণ করা যায় তাহলে সৌন্দর্যমণ্ডিত এ দেশ এক অনন্য সৌন্দর্যের অভয়ারণ্য হিসেবে বিশ্বের বুকে পরিচিতি লাভ করতে পারবে।
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের সদর উপজেলা প্রকৌশলী মোঃ জিয়ারুল ইসলাম জানান- পরিবেশবান্ধব এই রাস্তার নির্মাণ খরচ একটু বেশি হলেও রক্ষণাবেক্ষণ খরচ অনেক কম এবং রাস্তার স্থায়িত্ব অনেক বেশি। এই রাস্তায যানবাহনের অধিক ভার বহনের উপযোগী। বৃষ্টির পানিতে নিমজ্জিত হলেও থাকবে নিরাপদ।'