শিরোনাম

South east bank ad

সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ময়মনসিংহ সিটিতে গণটিকা (মডার্না) ২য় ডোজ প্রদান সম্পন্ন

 প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

রাসেল আহমেদ (ময়মনসিংহ):

ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় ওয়ার্ডপর্যায়ে গণটিকা মডার্না ২য় ডোজ প্রদান কার্যক্রম আজ ৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার শেষ হয়েছে। সুষ্ঠু - শান্তিপূর্ণ পরিবেশে ও স্বাস্থ্যবিধি মেনে ৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া তিনদিনব্যাপী এ গণটিকা কার্যক্রমে ৬০ হাজার ৭৩৬ জনকে মডার্না ২য় ডোজের টিকা প্রদান করা হয়েছে। আগস্ট মাসের গণটিকা কার্যক্রমে ৬১৯২১ জনকে ১ম ডোজ টিকা প্রদান করা হয়েছিল।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটুর নির্দেশনায় ওয়ার্ড কাউন্সিলর, সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারিগণের পরিচালনায় এ টিকাদান কার্যক্রমে নাগরিকবৃন্দ স্বাচ্ছন্দে ২য় ডোজের টিকা গ্রহণ করতে পেরেছেন।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেন, জনগণের সুরক্ষায় সরকার গৃহিত যেকোন সিদ্ধান্ত বাস্তবায়নে আমরা প্রস্তুত আছি। ওয়ার্ড কাউন্সিলরবৃন্দ, কর্মকর্তা কর্মচারি, স্বেচ্ছাসেবী, টিকাদানকারী, পোর্টার, সুপারভাইজার, আইনশৃঙ্ক্ষলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা এবং সর্বপরি জনগণের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে এ কার্যক্রম সফল হয়েছে। আগামীর কার্যক্রমেও সকলের সহযোগিতা কামনা করি।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: