পরিবার পরিবল্পনা বিষয়ে সাংবাদিকদের কর্মশালা
নিজস্ব প্রতিবেদক :
পরিবার পরিবল্পনা বিষয়ে সাংবাদিকদের দুইদিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর লালমাটিয়া এলাকায় মেরী স্টোপস বাংলাদেশের সেমিনার কক্ষে সোমবার বিকালে এই কর্মশালার সমাপনি অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, মেরী স্টোপস বাংলাদেশের পরিচালক (এক্সার্নাল রিলেশন) ফারহানা আহমেদ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অধিদপ্তরের আইএম ইউনিটের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ইসরাত জাবীন, মেরী স্টোপস বাংলাদেশের লিড (এ্যাডভোকেসি কমিউনিকেশন) মনজুন নাহার, এ্যাডভোকেসি কমিউনিকেশন তনুশ্রী মানঝি, টিম এ্যাসোসিয়েট নির্বাহী প্রধান পুলক রাহা, প্রোগাম কর্ডিনেটর তানজিনা পৃথা, সুশীলনের প্রকল্প সমন্বয়কারী মুজাহিদুল ইসলাম প্রমুখ।
মেরী স্টোপস বাংলাদেশ এবং টিম এ্যাসোসিয়েট যৌথ উদ্যেগে আয়োজিত পরিবার পরিকল্পনা বিষয়ে অভিজ্ঞতা বিনিময় ও সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে কর্মশালায় ঢাকা,বরিশাল,বাগেরহাট,পিরোজপুর,খুলনা,সাতক্ষীরাসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।