বগুড়ায় বার্মিজ চাকুসহ যুবক গ্রেপ্তার
প্রদীপ মোহন্ত, (বগুড়া) :
বগুড়ায় ছিনতাই প্রস্তুতিকালে ১০ ইঞ্চি বার্মিস চাকু, ২টি এন্টি কার্টারের ব্লেডসহ দিদারুল ইসলাম দিপু (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে বগুড়া সদর থানা পুলিশ।
শনিবার রাতে নিশিন্দারার আব্দুল করিম বালিক উচ্চ বিদালয়ের সামনে থাকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দিপু আদমদীঘি উপজেলার সান্তাহার ৫ নং ওয়ার্ডের সাইফুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এস আই মঞ্জুরুল রহমানের নেতৃত্বে নিশিন্দারা ইউনিয়নের আলহাজ্ব আব্দুল করিম বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে রাস্তার ছিনতাইয়ের উদ্দেশ্যে ১০ ইঞ্চি বার্মিজ চাকু ও ২ টি এন্টি কার্টার ব্লেড সহ অবস্থানকালে দিপুকে গ্রেপ্তার করা হয়।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা জানান, গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।