বগুড়ায় পোষা প্রাণীদের মেডিকেল ক্যাম্পেইন
প্রদীপ মোহন্ত, (বগুড়া) :
বগুড়ায় শতাধিক পোষা প্রাণীর চিকিৎসা সেবা ও লালন পালনে পরামর্শ প্রদান করা হয়েছে। পেট’স কেয়ার টিম বগুড়ার আয়োজনে শহরে জিলা স্কুল মাঠে ফ্রি-পেট এনিম্যাল মেডিকেল ক্যাম্পে এ সেবা প্রদান করেন বিশেষজ্ঞ চিকিৎসক গণ।
সোমবার বেলা ১১টায় ক্যাম্পের উদ্বোধন করেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতান মাহমুদ খান রনি। সংগঠনের সভাপতি মঈনুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুম আলী বেগ।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুস সামাদ, বগুড়া জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামপদ মুস্তফী, পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক এডোনিস বাবু তালুকদার, রাজাবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পরিমল প্রসাদ রাজ, জেড বি গ্রুপের চেয়ারম্যান মোস্তফা মাহমুদ শাওন, সংগঠনের উপদেষ্টা রাকিব হাসান জুয়েল, রাকিবুল হাসান শান্ত প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আরবান সাদিক আবির।
প্রাণী সম্পদ অধিদপ্তর বগুড়ার সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্পে বিড়াল, কুকুর, কবুতর, খরগোসসহ বিভিন্ন জাতের পাখির চিকিৎসা ও পরামর্শ প্রদান করেন বিশেষজ্ঞ চিকিসকগণ।