চরফ্যাসনে জলবায়ু ফোরামের সচেতনতামূলক প্রচারণা
আমিনুল ইসলাম, (চরফ্যাসন) :
ভোলা জেলার চরফ্যাসন উপজেলায় জলবায়ু ফোরামের উদ্দ্যোগে করোনাভাইরাসের বিস্তার বন্ধে এবং নিজে ও পরিবারকে সুরক্ষিত রাখতে মাইকিং, লিফলেট, স্যানিটাইজার, মাস্ক বিতরণ ও আলোচনার মধ্য দিয়েে সচেতনতামূলক প্রচার-প্রচারণার কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে৷ ৮ দিনব্যাপী সচেতনতামূলক এমন প্রচার প্রচারণার কর্মসূচি হাতে নিয়েছে উপজেলা জলবায়ু ফোরাম৷
রবিবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চরফ্যাসন উপজেলার বিভিন্ন জনসমাগম স্থানে কোস্ট ফাউন্ডেশনের সহযোগিতায় সিএফটিএম প্রকল্পের অর্থায়নে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়৷
কর্মসূচির এক আলোচনায় উপজেলা জলবায়ু ফোরামের সভাপতি এম আবু সিদ্দিক বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাব এখনো নির্মূল হয়নি৷ প্রতিনিয়ত মৃত্যু ও আক্রান্তের সংখ্যাও কম নয়৷ এই সংক্রমণ থেকে নিজে ও পরিবারকে বাঁচাতে স্বাস্থ্য সুরক্ষার বিকল্প নেই। সরকার ঘোষণা অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিলে শিক্ষক, ছাত্রছাত্রী ও সংশ্লিষ্ট সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধও জানান তিনি৷