বরগুনায় আগুনে পুড়ে ৮ দোকান ছাই
এম.এস রিয়াদ, (বরগুনা) :
বরগুনা সদর উপজেলার ৪নং কেওড়াবুনিয়া ইউনিয়নের বাদামতলা এলাকায় আগুন লেগে অন্তত ৮ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
শনিবার দিবাগত রাত ৩ টার দিকে বাদামতলা বাজারে আগুন লাগার এ দুর্ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটেনি। আগুনে পুড়ে যাওয়া ঘরগুলোর মালিকদের সাথে কথা বলে জানা গেছে প্রায় ৭৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে- বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুনের লেলিহান শিখা মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতেও। এছাড়া আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরো কয়েকটি দোকান।
এ বিষয়ে বরগুনা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার মোঃ তামিম হাওলাদার জানান- খবর পাওয়ার পর তাদের কর্মীরা ঘটনাস্থলে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তাদের দাবি, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটেছে। সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ প্রদান করেছেন- বরগুনা সদর উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম মনির ও সদর উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) সামিয়া শারমিন।