মালিক-শ্রমিক দ্বন্দ্বে ঝালকাঠিতে বাস ধর্মঘটের ৮ঘণ্টা পরে চালু
ঝালকাঠি প্রতিনিধিঃ
বাসে যাত্রী তোলাকে কেন্দ্র করে ঝালকাঠিতে মালিক-শ্রমিক সংঘর্ষে আন্তঃজেলার সব রুটে বাস চলাচল বন্ধের ৮ঘণ্টা পরে রাত ৮টায় চালু হয়েছে বাস সার্ভিস। ঝালকাঠি আন্তঃজেলার আটটি রুটে শনিবার দুপুর একটা থেকে বাস চলাচল বন্ধ করে দেয় শ্রমিক ইউনিয়নের একটি পক্ষ। আন্তঃজেলা বাস ও মিনিবাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন আহম্মেদ জানান, দুই পক্ষের সংঘর্ষে মালিকপক্ষের একজন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শী বাস শ্রমিক মো. মেহেদী জানান, বরিশাল-খুলনা রুটের বাস সোহাগ পরিবহনে লোকাল যাত্রী নেয়া হচ্ছিল। এতে বরিশাল-পিরোজপুর রুটের লোকাল বাস সৌদিয়া পরিবহনের বাস মালিকের ছেলে ও বাসটির সুপারভাইজার সাইদুল ইসলাম বাধা দেয়। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মালিক ও শ্রমিকপক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। এ সময় সাইদুলের হাত ভেঙে যায়। তাকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন সাইদুল বলেন, ‘ডাইরেক্ট গাড়িতে লোকাল যাত্রী উঠতে বাধা দেয়ায় আমার ওপর হামলা চালাইছে সোহাগের স্টাফ শাহীন।’ আন্তঃজেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মিলন মাহমুদ বাচ্চু জানান, সন্ধ্যা সাড়ে ছয়টায় জরুরি সভায় আলোচনার মাধ্যমে সমাধান হয়েছে। রাত ৮টা থেকে বাস চলাচল স্বাভাবিক হয়েছে।