টাঙ্গাইলের সার্বিক বন্যা পরিস্থিতির আরো অবনতি
টাঙ্গাইল প্রতিনিধি :
টাঙ্গাইলের সার্বিক বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। যমুনা নদীর পানি স্থিতিশীল থাকলেও ধলেশ^রী ও ঝিনাইসহ অনান্য নদী পানি আরো বৃদ্ধি পেয়েছে। নদীর পানি বৃদ্ধির ফলে বিভিন্ন উপজেলার নিম্নঅঞ্চল বন্যায় কবলিত হয়ে আছে। এসব এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। রাস্তাঘাট, ঘরবাড়ি ও ফসলী জমিসহ বিভিন্ন স্থাপনা বন্যার পানিতে তলিয়ে আছে। এছাড়াও বিভিন্ন স্থানে নদী ভাঙ্গনও অব্যাহত আছে।
এদিকে বন্যান পানির প্রবল স্রোতের কারনে টাঙ্গাইল শহর রক্ষা বাঁধ ভাঙনের ঝুঁকিতে পড়েছে। এরই মধ্যে সদর উপজেলার গালা ইউনিয়নের পাছ বেথইর এলাকায় এ বাঁধটির বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে করে নদী তীরবর্তী টাঙ্গাইল সদর, কালিহাতি, নাগরপুর, ভূঞ্রাপুর ও বাসাইল উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জেলার ৫টি উপজেলায় প্রায় দেড় লক্ষাধিক মানুষ এখন পানিবন্দি।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে যানাগেছে, গত ২৪ ঘন্টায় যমুনা নদীর পানি স্থিতিশীল থাকলেও ধলেশ^রী, ঝিনাইসহ অন্যান্য নদীর পানি বৃদ্ধি পেয়েছে। যমুনা নদীর পানি বিপদসীমার ৬৭ সেন্টিমিটার, ধলেশ^রী নদীর পানি বিপদসীমার ৭৮ সেন্টিমিটার ও ঝিনাই নদীর পানি বিপদসীমার ৯২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।