শিরোনাম

South east bank ad

ফরিদপুর জেলা পুলিশের গত ২৪ ঘন্টার কার্যক্রম

 প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

জাকির হোসেন, (ফরিদপুর) :

ফরিদপুরে গত ২৪ ঘন্টায় ফরিদপুর জেলা পুলিশ কর্তৃক দেশীয় অস্ত্রসহ ২ জন, ২ বোতল ফেনসিডিলসহ ১জন, ফৌজদারী কার্যবিধি আইনের ১৫১ ধারায় ৫ জন, নিয়মিত মামলায় ১ জন, ওয়ারেন্টের ৩ জন আসামি গ্রেফতার করা হয়েছে। এছাড়া বিভিন্ন গাড়ির বিরুদ্ধে প্রসিকিউশনের মাধ্যমে ৬৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ তরিকুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, গত ২৪ ঘন্টায় বোয়ালমারী থানা পুলিশ কর্তৃক অভিযান পরিচালনা করে ফৌজদারী কার্যবিধি আইনের ১৫১ ধারা মোতাবেক ৫ জন, জিআর গ্রেফতারি পরোয়ানার ১ জন ও নিয়মিত মামলায় ২ জন আসামিসহ মোট ৮ জন আসামি গ্রেফতার করা হয়েছে।

বোয়ালমারী থানা এলাকায় অভিযান পরিচালনা কালে বুধবার (১ নভেম্বর) রাত ৩.০৫ ঘটিকার সময় পরমেশ্বরদী মোল্লাপাড়া এলাকায় আসামি সুবাহান শেখ এর উত্তর দুয়ারী দোচালা গোয়াল ঘরের পেঁয়াজ রাখার চাং হতে আসামির নিজ হাতে দেশীয় অস্ত্র ৫ টি কাতরা ২টি ট্র্যাটা ৪ টি লোহার তৈরি ঢাল ও ১টি লোহার তৈরি দা বের করে দেয়। উক্ত ঘটনায় বোয়ালমারী থানার মামলা নং-০১ তারিখ: ০১-০৯-২১ খ্রিঃ ধারা- ১৮৭৮ সালের অস্ত্র আইন এর ১৯(a) রুজু করা হয়। আটককৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এছাড়া ও আজ বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বোয়ালমারী থানাধীন কাদিরদী খালপাড়া কুঠি গাড়িয়া ব্রিজের পশ্চিম পাশ হতে একটি সাদা/কালো রংয়ের ফিজিয়ান গাভী গরু উদ্ধার করা হয়। গরুটির প্রকৃত মালিককে উপযুক্ত তথ্য প্রমান নিয়ে বোয়ালমারী থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

চরভদ্রাসন থানা পুলিশ কর্তৃক অভিযান পরিচালনা কালে চরভদ্রাসন থানার মামলা নং - ০৪ , তারিখ - ১৫/০৪/২০২০ অনুযায়ী ফরিদপুর জেলার চরভদ্রাসন থানাধীন চর হাজীগঞ্জ বেপারী ডাঙ্গী গ্রামের খলিল বেপারীর ছেলে এজাহার নামীয় আসামি ইমু বেপারী(২২) কে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

সালথা থানা পুলিশ কর্তৃক অত্র থানার এলাকাধীন কাগদী গ্রামে একটি অজ্ঞাতনামা লাশ পাওয়ার যায়। অজ্ঞাত লাশের পরিচয় সনাক্ত করে জানা যায়, লাশটি ফরিদপুর জেলার নগরকান্দা থানাধীন ফুলসুতি গ্রামের শাহিন মাতুব্বর ওরফে শাহেদ এর ছেলে আজাদ মাতুব্বর(১৯) এর। এই ঘটনায় মৃত আজাদ মাতুব্বরের পিতা শাহিন মাতুব্বর ওরফে শাহেদ(৪০) বাদী হয়ে আজ ২ সেপ্টেম্বর, ২০২১ তারিখে একটি এজাহার দায়ের করেন। যাহার নম্বর- ০১। উক্ত মামলাটির তদন্তকারী কর্মকর্তা হিসাবে সহকারী পুলিশ সুপার, নগরকান্দা সার্কেল, মোঃ সুমিনুর রহমান দায়িত্ব পালন করছেন।

ফরিদপুর ডিবি পুলিশ কর্তৃক বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সাড়ে দশটার দিকে কোতয়ালী থানাধীন পুর্ব আলীপুর ওসমান খান সড়ক এলাকায় জনৈক মোঃ ইলিয়াস খান এর মুদির দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হতে ইরাদ হোসেন ওরফে ইরোদ (৫৩), পিতা-মৃত মান্নান সরদার, সাং-আলীপুর আলাউদ্দিন খান সড়ক, থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুরকে ২ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করা হয়েছে। এসময় উক্ত আসামীর বিরুদ্ধে ফরিদপুর কোতয়ালী থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) সারনির ১৪(ক) ধারায় একটি মামলা করে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলা নং-০৪ (জি আর নং-৭১৯/২০২১) তারিখ-০২.০৯.২০২১ খ্রিঃ।

ফ‌রিদপুর ট্রা‌ফিক পুলিশ কর্তৃক ১২টি মামলা রুজু করা হয়েছে, নিষ্প‌ত্তি করা হয়েছে ২৪টি। এসময় ৬৬ হাজার টাকা আদায় করা হয় এবং ৩টি মোটরসাইকেল, ৩টি ইজিবাইক ও ১টি সিনএজি আটক করা হয়।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: