শিরোনাম

South east bank ad

বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার-৫

 প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

প্রদীপ মোহন্ত, (বগুড়া) :

বগুড়া শহরের মাটিডালী এলাকায় ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় পাঁচ জনকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে মাটিডালী বাইপাস রোডের ধারে একটি হোটেলের পূর্ব পাশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানান, গ্রেপ্তারকৃত পাঁচ ব্যক্তি আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তারা বিভিন্ন জেলায় গিয়ে সুযোগ বুঝে অপরাধ করে বেড়ায়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হল, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দুদু মিয়ার ছেলে আব্দুল করিম মন্ডল (২৬), মৃত নুর হোসেনের ছেলে আনজু (৩৫), মহির উদ্দিনের ছেলে মোস্তাক মিয়া ওরফে মোর্চ্চা (৪৯), পরশুরাম চন্দ্রের ছেলে কার্তিক চন্দ্র (২৪) ও চন্দ্র দাসের ছেলে সুজন চন্দ্র দাস (২২)।
এ সময় তাদের কাছে একটি ওয়ান শুটার, ২টি তাজা কার্তুজ, ১টি চায়নিজ চাপাতি, ১টি বার্মিজ চাকু, ১টি গ্রিল কাটার যন্ত্র, ১টি মানকি টুপি, ৩০ হাত দৈর্ঘের রশি ও ১টি স্কচ টেপ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ চক্রবর্ত্তী গ্রেপ্তারকৃতদের বিষয় নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাটিডালি এলাকায় একদল ব্যক্তি ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন তথ্য আসে পুলিশের কাছে। খবর পেয়ে সদর থানার একটি দল সেখানে ছুটে যায়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হওয়ার সাথে সাথে ডাকাত দলের সদস্যরা দৌড়ে পালানোর চেষ্টা করেন। তবে পালানোর আগেই তাদের গ্রেপ্তার করে পুলিশ।

জেলা পুলিশ সুপার বলেন, এই গ্রেপ্তার ব্যক্তিরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে একাধিক চুরি, ডাকাতির মামলা রয়েছে। এদের মূল টার্গেট থাকে বিভিন্ন জেলার বড় বড় দোকান, ব্যবসা প্রতিষ্ঠানগুলো। তারা ঝটিকার মত এসে গ্রিল বা তালা কেটে ডাকাতি করে নিয়ে সটকে পড়েন। তাদের রিমান্ডে নিয়ে আমরা আরও জিজ্ঞাসাবাদ করব বলে জানান জেলা পুলিশ সুপার।

জেলা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতির চেষ্টার মামলা দিয়ে আদালতে চালান করা হচ্ছে। আদালতের কাছে ৫ থেকে ৭ দিনের রিমান্ড চাওয়া হবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: