টাঙ্গাইলে ইসলামী আন্দোলনের মানববন্ধন
মো.আবু জুবায়ের উজ্জল, (টাঙ্গাইল) :
সারা দেশে সকল শিক্ষাপ্রতিষ্ঠান অবিলম্বে খুলে দেওয়ার দাবীতে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচী পালন করছে ইসলামী আন্দোলন টাঙ্গাইল জেলা শাখা।
আজ বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ ইসলামী আন্দোলন টাঙ্গাইল জেলা শাখার সদস্যবৃন্দ এ মানববন্ধন কর্মসূচীতে অংশ গ্রহন করেন।
এ সময় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন টাঙ্গাইল জেলা শাখার সভাপতি আকবর আলী, সিনিয়র সহ-সভাপতি আকরাম আলী, যুগ্ম সম্পাদক আনিছুর রহমান সিল্টু, শিক্ষা ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক প্রভাষক রেজাউল করিম, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সভাপতি এস এম কামরুল ইসলামসহ অনেকে।
বক্তারা স্বাস্থ্য বিধি ও সামাজিক দুরত্ব বজায় রেখে অবিলম্বে সারা দেশে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নিকট জোর দাবী জানিয়েছেন।