শিরোনাম

South east bank ad

সবুজ মহল্লার স্বপ্ন দেখেন কাউন্সিলর আকবর

 প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মো: আব্দুস ছাত্তার, (ফুলবাড়িয়া) :

ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌরসভার সবচেয়ে আলোচিত ৫নং ওয়ার্ড। এই ওয়ার্ডে চাকুরীজীবি, উচ্চ শিক্ষিত, অর্ধ শিক্ষিত, স্বশিক্ষিত সব শ্রেণির পেশার মানুষের বসবাস। নির্বাচন আসলে ব্যালট পেপারের প্রতিকের সংকট পড়ে যায়। এক পদের বিপরীতে ৭-৮জনকে লড়তে দেখা যায়।

নির্বাচনও হয় উৎসবমুখর। অতিতে কম শিক্ষিতরাই নির্বাচিত হয়ে এসেছেন। এবার একজন উচ্চ শিক্ষিত আলী আকবর নির্বাচিত হয়েছেন। তিনি স্বপ্ন দেখেন সবুজ মহল্লা গঠনের।

ধারাবাহিকতায় বুধবার (১ সেপ্টেম্বর) চান্দেরবাজারস্থ জিনিয়াস মডেল স্কুল হতে ১শ বনজ গাছের চারা বিতরণ করা হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়িয়া এপি’র উদ্যোগে ৫০টি পরিবারে এসব চারা বিতরণ করা হয়। বিতরণ করেন ওয়ার্ড কাউন্সিলর আলী আকবর। এ সময় নগর উন্নয়ন কমিটির সভাপতি আজিজুর রহমান মানিক এবং ফুলবাড়িয়া এপি’র প্রোগ্রাম অফিসার প্রেরণা চিসিম অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।

ওয়ার্ড কাউন্সিলর আলী আকবর বলেন, আমার সময়ে অত্র ওয়ার্ডটি কে পরিবেশ বান্ধব সবুজ গ্রাম হিসাবে গড়ে তোলতে সকলের সহযোগিতা চাই। এখানকার মানুষ আমাকে ভালবেসে ভোট দিয়েছে, সেই ভোটের মুল্য যে কোনভাবে দিতে বদ্ধ পরিকর।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: