থ্যালাসেমিয়া রোগীর বাড়ী গিয়ে চেক দিলেন সমাজসেবা কর্মকর্তা
শেখ জাহান রনি, (মাধবপুর) :
মাধবপুরে থ্যালাসেমিয়া রোগীর বাড়ীতে অনুদানের চেক নিয়ে হাজির সমাজ সেবা কর্মকর্তা মোঃ আশরাফ আলী তাপস।
জানাযায়, মাধবপুর পৌরসভার ৪নং ওয়ার্ডে কৃষ্ণনগর এলাকার বাসিন্দা মৃত হাজী সোলেমান ভুঁইয়ার মেয়ে সুমাইয়া আক্তার (৩২) দীর্ঘ দিন ধরে অসুস্থতায় ভুগছিল। শারীরিক চিকিৎসা ও পরীক্ষা শেষ থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত বলে ডাক্তার সনাক্ত করেন। পরে উপজেলা সমাজসেবা কার্যালয়ে সরকারি অনুদানে জন্য আবেদন করলে ওই রোগীর নামে ৫০ হাজার টাকার চেক বরাদ্দ হয়।
৩১ আগস্ট মঙ্গলবার সকালে উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমাইয়া আক্তারের বাড়ীতে গিয়ে সরকারের বরাদ্দকৃত চেকটি তার হাতে তুলে দেন।