কাশিয়ানীতে ছাত্রলীগের আলোচনা ও দোয়া মাহফিল
প্রসীদ কুমার দাস, (কাশিয়ানী) :
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে গোপালগঞ্জের কাশিয়ানীতে উপজেলা ছাত্রলীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ আগস্ট) সকাল ১০ টায় উপজেলার সরকারি এস কে কলেজের অডিটোরিয়াম ভবনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি শামীম আল জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ মাসুমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোক্তার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা, গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়াল, কাশিয়ানী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সোহাগী রহমান মুক্তা, কাশিয়ানী সদর ইউপি চেয়ারম্যান মশিউর রহমান খান ও গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন তাজসহ উপজেলা ছাত্রলীগের বিভিন্ন নেত্রীবৃন্দ।
আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টে নিহত তাঁর পরিবারের সদস্যদের জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়।