মৎস্য সপ্তাহে সাংবাদিকদের সাথে মতবিনিময়
মশিউর রহমান কাউসার, (গৌরীপুর) :
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে শনিবার (২৮ আগস্ট) দুপুরে অফিসার্স ক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার দপ্তরের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মোসাঃ নিকহাত আরার সভাপতিত্বে ও উপজেলা সহকারী মৎস্য অফিসার মোজাম্মেল হোসেন ভূইয়ার সঞ্চালনায় এতে বক্তব্য দেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জান্নাত-এ-হুর, গৌরীপুর প্রেসক্লাবের সদস্য সচিব মশিউর রহমান কাউসার, উপজেলা খামার ব্যবস্থাপক শামীমা সুলতানা, সাংবাদিক কমল সরকার, আজম জহিরুল ইসলাম, আনোয়ার হোসেন শাহীন, ফারুক আহাম্মদ, মোঃ রইছ উদ্দিন, হুমায়ূন কবির, আরিফ আহম্মেদ, শামীম খান, রায়হান উদ্দিন সরকার, আল আমিন, ওবায়দুর রহমান, রাকিবুল ইসলাম রাকিব, শাহজাহান কবির, মোখলেছুর রহমান, তোফাজ্জল হোসেন প্রমুখ।