এক যুগেও কাটেনি বরগুনা পৌরবাসীর পানি সমস্যা
এম.এস রিয়াদ,(বরগুনা):
'পানিতে জীবন, পানিতে মরণ'। বরগুনা পৌরসভার সাপ্লাইয়ের পানি সংকটে রয়েছে হাজারো পরিবার। এ সমস্যা প্রায় এক যুগেরও বেশি সময় ধরে। পানি আসার গতি খুবই সামান্য। যেটুকু আশে, পানির সাথে পোকা প্রবেশ করে। আবার দুই বেলার জায়গায় এক বেলা পানি সরবরাহ করছে বরগুনা পৌর কর্তৃপক্ষ।
প্রায় এক বছর ধরে ওভার ট্যাংকি তৈরি হলেও পানি সাপ্লাইয়ের কাজে তা আজও চালু হয়নি। মাস শেষে ঠিকই বিল গুনতে হচ্ছে সাপ্লাই পানি ব্যবহারকারীদের।
এ সমস্যায় বেগ পেতে হচ্ছে বেশিরভাগই নারীদের। ইচ্ছে করলেই পুরুষ বাইরে খালের পানি ব্যবহার করে গোসল করতে পারলেও ঘরের নারীদের এ সমস্যায় নীরব ভূমিকা পালন করতে হচ্ছে। মুখ ফুটে বলতে না পারা এক যন্ত্রনা।
কাপড় ধোয়াতো পরের কথা, রান্না করা ও থালা-বাসন ধোয়ার কাজে খাল থেকে সরবরাহ করে পানি ব্যবহার করতে হচ্ছে। অথচ খালের পানিও নষ্ট হয়ে আছে। আশেপাশে নেই কোন ধরনের পুকুর কিংবা কুপ।
বরগুনা পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর তারিকুজ্জামান টিটু মুঠোফোনে বলেন, সাপ্লাইয়ের পানি সরবরাহকারীদের সাথে কথা হয়েছে। তারা বলছেন একটি মেশিন দিয়ে দুইটি ওয়ার্ডে পানি সাপ্লাই দিতে হচ্ছে। ফলে দুই বেলার জায়গায় এখন এক বেলা সাপ্লাইয়ের পানি দেয়া হচ্ছে।
তিনি আরো জানান, ওভার ট্যাংকির প্রাথমিকভাবে (পরীক্ষামূলক) সাপ্লাই পানি সরবরাহ চলছে। আশা করছি আগামী এক সপ্তাহের মধ্যে ওভার ট্যাংকির মাধ্যমে বরগুনা পৌরবাসীর পানির চাহিদা মেটানো সম্ভব হবে।