বিজয়ীদের হাতে পুরস্কার দিলেন ইউএনও
মো: আব্দুস ছাত্তার, (ফুলবাড়িয়া) :
জাতীয় শোক দিবস উপলক্ষে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল ছিদ্দিক। আজ বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় হতে এ পুরস্কার বিতরণ করা হয়। জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত অনলাইন ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এ সময় উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহসিনা বেগম, ফুলবাড়িয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।