শিরোনাম

South east bank ad

ময়মনসিংহে করোনা ইউনিটে আরও ১৩ জনের মৃত্যু

 প্রকাশ: ২২ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এইচ এম জোবায়ের হোসাইন

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৩জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৩জন করোনায় এবং ১০জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মমেকহা’য় করোনা রোগী ভর্তি ২৩৬ জন। গতকাল মারা গিয়েছিল ১৪জন। এছাড়া বেসরকারি কমিউনিটি বেজড মেডিক্যাল কলেজ হাসপাতাল বাংলাদেশ (সিবিএমসিবি) করোনা ইউনিটেভর্তি মোট ১৫জন রোগী চিকিৎসাধীন।

রবিবার (২২আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন জানান, শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটে করোনায় মারা যাওয়া ৩জনই ময়মনসিংহের।

তারা হলেন- ময়মনসিংহ সদরের মানিক (৬০), আয়শা সুলতানা সোমা (৫০) ও গফরগাঁওয়ের মোছাঃ মুরশিদা (৬০)।

এ ছাড়া ওই সময়ের মধ্যে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ১০জনের মধ্যে ময়মনসিংহের ৭জন, নেত্রকোণার ২জন ও টাঙ্গাইলের ১জন রয়েছেন।

তারা হলেন- ময়মনসিংহ সদরের কামরুন্নাহার (৫৫), নাজমুন নাহার (৫৫), লাল মিয়া (৬৫), ঈশ্বরগঞ্জের সাহেরা খাতুন (৫০ আনিসুজ্জামান (৩৭), গৌরীপুরের আবুল কাশেম (৬৫), ভালুকার অরুণ বিশ্বাস (৪৫), নেত্রকোনা সদরের রোকেয়া (৭৫), নেত্রকোনার আটপাড়ার রইছ মিয়া (৭০), টাঙ্গাইল সদরের মোঃ খালেক (৬০)।

ডা. মহিউদ্দিন খান মুন আরও জানান, করোনা ইউনিটে বর্তমানে ২৩৬জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ১৯ রোগী। নতুন সনাক্ত ১২৮ ওভর্তি হয়েছেন ২৫জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯জন। ওয়ান স্টপ ফ্লুকর্নারে গত ২৪ ঘন্টায় মোট সেবা নিয়েছেন ৮৬জন ও টেলিমেডিসিন সেবা নিয়েছেন ৮জন।

এদিকে গত ২৪ঘণ্টায় ময়মনসিংহ জেলায় ৭০৯ নমুনা পরীক্ষা করে ১১৪জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ১৬.০৭শতাংশ এবং এর আগের দিন ২০ আগষ্ট ছিল ১৫.৪০শতাংশ বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম।

কমিউনিটি বেজড মেডিক্যাল কলেজ হাসপাতাল বাংলাদেশ (সিবিএমসিবি) করোনা ইউনিটের মুখপাত্র ডাঃ খায়রুল ইসলাম সিজার জানান, ২২আগষ্ট সকাল ৮টা পর্যন্ত সিবিএমসিবি করোনা ইউনিটে ভর্তি রোগী করোনায় ৪জন ও উপসর্গ নিয়ে ১১জনসহ মোট ১৫জন। নতুন ভর্তি হয়েছে ৩জন এবং সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৫জন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: