শিরোনাম

South east bank ad

ফুলবাড়িয়ায় বিট পুলিশিং’র মতবিনিময়

 প্রকাশ: ২১ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মো: আব্দুস ছাত্তার, (ফুলবাড়িয়া) :

মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, নাশকতা, গুজব, ধর্ষণ, চুরি, ছিনতাই, ডাকাতি, ইভটিজিং, বাল্যবিবাহ, সাইবার ক্রাইম, জুয়া সহ সামাজিক অবক্ষয় ও করোনা প্রতিরোধে করণীয় শীর্ষকঃ বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দের সহিত বিট পুলিশিং এর আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০আগস্ট) ‘মুুজিববর্ষের অঙ্গিকার পুলিশ হবে জনতার’ এ প্রতিপাদ্যে ময়মনসিংহের ফুলবাড়িয়া থানা এ সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন থানা অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা জাকির হোসেন। অনুষ্ঠানের শুরুতে থানা অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা জাকির হোসেন স্বাগত বক্তব্যে উপজেলার হাট বাজারগুলোতে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে প্রতিটি বাজারে স্থানীয় ব্যবসায়ীদের উদ্যোগে নাইট গার্ড নিয়োগ সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জোর তাগিদ প্রদান করেন। সেই সাথে নিয়োজিতদের কমিটির পক্ষ থেকে লাঠি, বাঁশি, লাইট প্রদানের পরামর্শ দেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মালেক সরকার, চেয়াম্যানদের পক্ষে বক্তব্য রাখেন ৩নং কুশমাইল ইউপি চেয়ারম্যান শামছুল হক, থানা অফিসারদের পক্ষে এস আই রুবেল খান, সাংবাদিকদের পক্ষে মো: নুরুল ইসলাম খান, আছিম বাজার কমিটির সাধারন সম্পাদক মোঃ আঃ কাইয়ুম, রাঙ্গামাটিয়া বাজার কমিটির সাধারন সম্পাদক আশরাফুজ্জামান খোকন প্রমুখ।

সভা সঞ্চালনা করেন উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারন সম্পাদক মোঃ হারুন অর রশিষদ।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: