শেরপুর জেলায় কর্মরত সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর চেক বিতরণ
শুক্রবার (২০ আগস্ট ২০২১খ্রি.) বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে করোনাকালীন সময়ে প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক সহায়তার (২য় কিস্তি ) অংশ হিসেবে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন শেরপুর ও শেরপুর প্রেসক্লাবের আয়োজনে শেরপুর জেলায় কর্মরত সাংবাদিকদের মাঝে চেক বিতরণ করা হয়।
উক্ত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে চেক বিতরণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাঃ মোঃ মুরাদ হাসান, এমপি। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক, এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শেরপুর পুলিশ সুপার মোঃ হাসান নাহিদ চৌধুরী ও শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেনশেরপুর জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশিদ।
অনুষ্ঠানে শেরপুর জেলায় কর্মরত ৪৬ জন সাংবাদিকের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।