আড়াইহাজারে ছাত্রলীগের দোয়া
মো: ফেরদৌস রহমান, (আড়াইহাজার) :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আড়াইহাজার উপজেলা ছাত্রলীগ কর্তৃক দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুর ২ টা সময় আড়াইহাজার উপজেলা এস.এস মাজহারুল হক অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, নারায়ণগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম বাবু এমপি। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি আল নাহিয়ান খান জয় সহ কেন্দ্রীয় নির্বাহী কমিটির অনেক সদস্যবৃন্দ।
অনুষ্ঠানের সভাপতিত্বে ছিলেন, আড়াইহাজার উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কাজী রাজিবুল ইসলাম জুয়েল ও পরিচালনায় ছিলেন যুগ্ম আহবায়ক নাহিদুর রহমান লাফিজ, জসীমউদ্দিন সহ বাকিরা।
এসময়ে অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বলেন, " বঙ্গবন্ধুর হত্যার বিচার হবেই। আর সে বিচারে সবচেয়ে বড় ভূমিকা পালনে থাকবে বাংলাদেশ ছাত্রলীগ।" এমপি বাবু বলেন, " ছাত্রলীগ এদেশের অধিকার আদায়ে ওতোপ্রোতভাবে জড়িত। ভাষা সংগ্রাম, মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে নানান অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করেছে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা। আমি নিজেও ছাত্রলীগের কর্মী ছিলাম। সারা বাংলায় বিচরণ করে দেখেছি ছাত্রলীগের ভূমিকা। "
বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন," ছাত্রলীগের বিসর্জন সম্পর্কে দেশের মানুষ ভালো করে জানে। শোকের মাসে সবাই শোকাহত। জাতির পিতার খুনের বিচার বাংলার মাটিতে এই ছাত্রলীগ করবেই।"
বক্তব্য শেষে উপজেলার বিভিন্ন স্থান ঘুরে দেখেন তারা। পরে দোয়া ও আলোচনার মাধ্যমে শেষ হয় অনুষ্ঠান। দোয়ায় বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকলের প্রতি শান্তি কামনা করা হয়।