বঙ্গবন্ধুর পরিবার আমাদের জন্য আশীর্বাদ : মসিক মেয়র টিটু
এইচ এম জোবায়ের হোসাইন
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেছেন, জাতির পিতা আমাদের স্বাধীনতা দিয়েছেন, তাঁর সুযোগ্য কণ্যা আমাদের দিয়েছেন স্বনির্ভরতা এবং তাঁর দৌহিত্র তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় দিয়েছেন আধুনিক তথ্য প্রযুক্তি নির্ভর বাংলাদেশ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের আমাদের জন্য আশীর্বাদ ।
১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে ১৬আগষ্ট রাতে অনলাইন প্ল্যাটফরমে ময়মনসিংহ সিটি কর্পোরেশন আয়োজিত আলোচনা সভায় একথা বলেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু।
তিনি আরো বলেন, জাতির পিতা যদি বেঁচে থাকতেন তবে বহু আগেই বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হতো। তবে আমরা আশান্বিত তাঁর সুযোগ্য কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছে।
আলোচনা সভাটি সঞ্চালনা করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব। এ সভায় সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ০১ মোঃ আসিফ হোসেন ডন সহ অন্যান্য প্যানেল মেয়র ও কাউন্সিলরবৃন্দ, সচিব রাজীব কুমার সরকার, প্রধান রাজস্ব কর্মকর্তা সেঁজুতি ধর, নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ, নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাস সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ সংযুক্ত ছিলেন।