আরিফুল হত্যার বিচার দাবীতে গফরগাঁওয়ে মানববন্ধন
এইচ কবীর টিটো, (গফরগাঁও) :
ময়মনসিংহের গফরগাঁওয়ে বারইহাটি হরমত উল্লাহ ফাযিল মাদ্রাসার মেধাবী ছাত্র, চাকুয়া গ্রামের মৃত হাশেম খানের ছেলে আরিফুল ইসলাম খান হত্যার বিচার দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী ও পরিবার।মানববন্ধন থেকে হত্যার ঘটনায় আসামীদের ফাঁসির দাবী জানানো হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টার দিকে উপজেলার চাকুয়া গ্রামবাসীর আয়োজনে পৌর শহরের খান বাহাদুর ইসমাইল সড়কে গফরগাঁও প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে নিহত আরিফুলের মা, ভাইসহ কয়েক’শ নারী পুরুষ অংশ নেয়। মানববন্ধনে নিহত আরিফুলের মা ছাড়াও আরিফুলের ভাই তুহীন খান, শরীফুল ইসলাম, এলাকাবাসীর পক্ষে ফিরুজ খান, হাসমত উল্লাহ, নয়ন মিয়া বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা বলেন দুই বছর অতিবাহিত হলেও এখনও বিচার সম্পন্ন হয়নি।অপরদিকে আসামিরা জামিনে মুক্ত রয়েছে।নানা ভাবে বিচারাধীন মামলার স্বাক্ষিদের হুমকি দিচ্ছে।আরিফুলের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে ও হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল আসামীদের ফাঁসি দাবি জানাচ্ছি।
আরিফুলের মা মোঃ বিলকিছ খাতুন বলেন, ঘটনার পর থেকে হত্যা মামলার আসামীরা এই মামলা প্রত্যাহারের জন্য আমার বাড়িতে এসে মামলার বাদি আমার ছোট ছেলে শরিফুল ইসলামসহ আমার পরিবারের সদস্যদের নানা রকম ভয়ভীতি, হুমকি দিচ্ছে।
উল্লেখ্য, ২০১৯ সালের ২৯ আগষ্ট পারিবারিক বিরোধের জের ধরে উপজেলার চাকুয়া গ্রামের আরিফুল ইসলাম খান পাশ্ববর্তী সাধুয়া গ্রামে খুন হয়। ২০১৯ সালের ১ সেপ্টেম্বর নিহতের ভাই শরিফুল ইসলাম খান বাদী হয়ে হারুন খাঁন, মহিন খাঁনসহ ৭ জনকে আসামী করে পাগলা থানায় একটি হত্যা মামলা দায়ের করে।