আ'লীগনেতা ইকবালের আয়োজনে শোক দিবস পালিত
মোঃ আব্দুল্লাহ আল হাফাদ, (ত্রিশাল) :
জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে উপজেলা আওয়ামীলীগনেতা ইকবাল হোসেনের আয়োজনে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়।
রবিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার মোক্ষপুর ইউনিয়নের সানকিভাঙ্গা উচ্চ বিদ্যালয়ে মোক্ষপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম সামসুদ্দিনের সভাপতিত্বে ও ইউনিয়নের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শহীনুর রহমান সজিবের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য ও জননী গ্রুপের চেয়ারম্যান মো: ইকবাল হোসেন।
বিশেষ অতিথিরর বক্তব্য রাখেন, মোক্ষপুর ইউনয়িন আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল কদ্দুস মাস্টার, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, রামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আল্লামা ইকবাল বাবুল, উপজেলা তাতীলীগের সাধারন সম্পাদক কামরুজ্জামান মিন্টু, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল মালেক সামী, মোক্ষপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মফিজুল ইসলাম, সাধারন সম্পাদক ডা.মফিজুল ইসলাম, মোক্ষপুর ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের আহবায়ক সিরাজুল ইসলাম, মোক্ষপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাদিম হোসেন, উপজেলা ছাত্রলীগনেতা নাদিম হোসেন, হারুন, আজাহারুল ইসলাম প্রমূখ।
আলোচনা সভা শেষে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্নার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। পরে রান্নাকরা খাবার বিতরণ করা হয়।