রায়পুরে অস্ত্রসহ ৮ মামলার আসামী গ্রেফতার
মো. রাকিব হোসাইন রনি, (লক্ষ্মীপুর) :
লক্ষ্মীপুরের রায়পুরে ডাকাতি, অস্ত্র ও মাদক সহ ৮ মামলার আসামি মো. বাহারকে (২৮) গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। রবিবার (১৫ আগষ্ট) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। গ্রেফতারকৃত বাহার উপজেলার শিবপুর গ্রামের ইউনুছ পাটোয়ারী বাড়ির মৃত হাজী ইউসুফ আলীর পুত্র।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল জলিল জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে উপজেলার শিবপুর গ্রাম থেকে অস্ত্র ও মাদকসহ রায়পুর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। এঘটনায় অস্ত্র ও মাদক আইনে মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।