জাতীয় শোক দিবসে উপজেলা প্রশাসনের কর্মসূচি
মো: আব্দুস ছাত্তার, (ফুলবাড়িয়া) :
স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ফুলবাড়িয়া উপজেলা প্রশাসন বিস্তারিত কর্মসূচি পালন করে।
সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, দিবসের উপর আলোচনা সভা ও মিলাদ মাহফিল।
অফিসার্স ক্লাবে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল ছিদ্দিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: আব্দুল মালেক সরকার। বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ মোল্লা জাকির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শরাফ উদ্দিন শর, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবু বকর ছিদ্দিক, অফিসারদের পক্ষে যুব উন্নয়ন কর্মকর্তা নুর মোহাম্মদ , ইউপি চেয়ারম্যান মো: নুরুল ইসলাম মাস্টার, পৌর আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান হীরা সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো: হারুন অর রশিদ।