শিরোনাম

South east bank ad

ফুলপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুই জনের মৃত্যু

 প্রকাশ: ১৪ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এইচ এম জোবায়ের হোসাইন

ময়মনসিংহের ফুলপুরে বিদ্যুৎস্পৃষ্টে শনিবার সকালে সালেহা খাতুন (৪৫) নামে এক গৃহবধূ ও শুক্রবার রাতে সুরুজ আলী (১৮) নামে এক রিকশা চালকের মৃত্যু হয়েছে। সালেহা খাতুন ফুলপুর পৌরসভার সাহাপুর গ্রামের মৃত খলিলুর রহমানের স্ত্রী আর সুরুজ আলী উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের পারতলা গ্রামের আব্দুস সালেকের পুত্র।

জানা যায়, ফুলপুর পৌরসভার সাহাপুর গ্রামের সালেহা খাতুনের টিনের ঘরের বেড়ার সাথে বিদ্যুতের তার জড়িয়ে যায়। পরে শনিবার সকালে সালেহা ওই বেড়ায় ধরলে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন।সাথে সাথে তাকে উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সালেহাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের পারতলা গ্রামের আব্দুস সালেকের পুত্র রিকশা চালক সুরুজ আলী শুক্রবার সারাদিন রিকশা চালিয়ে রাত সাড়ে ১০টার সময় তার নিজ বাড়িতে যায় এবং ব্যাটারিচালিত রিকশাটি চার্জে দেয়। চার্জে দেওয়ার সময় হঠাৎ সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত সাড়ে ১১টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফুলপুর অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: