শিরোনাম

South east bank ad

শোকের মাসে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

 প্রকাশ: ১৪ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

আব্দুল্লাহ হেল বাকী, (নওগাঁ) :

নওগাঁর রাণীনগরে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে রচনা, চিত্রাঙ্কন, সংগীত, কবিতা আবৃত্তি ও ৭মার্চের ভাষন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেক মুজিবুর রহমান এঁর ৪৬তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ্যে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। যার মধ্যে শনিবার উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন বয়সের শিক্ষার্থীদের নিয়ে রচনা, চিত্রাঙ্কন, সংগীত, কবিতা আবৃত্তি ও ৭ই মার্চের ভাষন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় রচনা বিভাগে ১৬ জন, চিত্রাঙ্কন বিভাগে ২০ জন, সংগীত (একক) বিভাগে ১০ জন, কবিতা আবৃত্তি বিভাগে ১৫ জন ও ৭মার্চের ভাষন বিভাগে ১৫জন প্রতিযোগিতা অংশগ্রহণ করে। রবিবার ১৫আগস্ট জাতীয় শোক দিবসে বিজয়ী প্রতিযোগিদের মধ্যে আনুষ্ঠানিক ভাবে পুরস্কার তুলে দেওয়া হবে। পরবর্তিতে উপজেলা পর্যায়ে বিজয়ী প্রতিযোগিরা জেলা, বিভাগীয় ও কেন্দ্রীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পাবে। শনিবার উপজেলা পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত প্রতিযোগিতা সার্বক্ষনিক ভাবে পরিদশন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো।

এসময় আরো উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আশিষ কুমার ঘোষ, পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, সহকারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ মো: আব্দুল্লাহ আল মামুন, একাডেমিক সুপারভাইজার কামরুল হাসান, এজিএম সাইদি সবুজ খাঁন প্রমুখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমান্ত কুমার মাহাতো বলেন বঙ্গবন্ধুর জীবনাদর্শ বর্তমান প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। যেন বর্তমান প্রজন্ম বঙ্গবন্ধুর আদর্শ, ত্যাগ ও দেশের মানুষের প্রতি তার ভালোবাসায় অনুপ্রাণিত হয়ে বড় হতে পারে।

এছাড়াও ছোটদের পাশাপাশি আমাদের সকলের বঙ্গবন্ধু, স্বাধীনতা ও বাংলাদেশ এই তিনটি জিনিসকে বুকে ধারন, লালন ও পালন করতে হবে তবেই আমরা জাতির পিতার স্বপ্নের লাল সবুজের বাংলাদেশ বির্নিমান করতে পারবো।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: