অটোসহ দুই চোর আটক
মো: আব্দুস ছাত্তার, (ফুলবাড়িয়া) :
ময়মনসিংহের ফুলবাড়িয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ১টি অটো গাড়ি সহ ২চোর আটক করেছে। শুক্রবার বিকালে থানা এলাকার রাধাকানাই বাজারস্থ ত্রিশাল রোডের মোড় হতে তাদের কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানার মামলা নং-১৮, তারিখ-১৩/০৮/২০২১ ইং, ধারা- ৩৭৯/৪১১ পেনাল কোড রুজু করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, বিভিন্ন স্থানে অটো চোর সিন্ডিকেট সংক্রিয় বিধায় ফুলবাড়িয়া থানা এলাকায় সোর্সদের সংক্রিয় হওয়ার ধারাবাহিকতায় পুলিশ নজরদারি বাড়ায়। ধারাবাহিকতায় ১৩ আগস্ট রাধাকানাই বাজারস্থ ত্রিশাল রোডের মোড়ে সিভিলে অবস্থান নেয় পুলিশ।
স্থানীয়দের সহযোগিতায় অটো চুরির সময় অটোসহ হাতে নাতে ধরে ফেলে দুই চোরকে। আটককৃতরা হল মোঃ আলী হোসেন (২৫), পিতা- মৃত বেরেজ খান, মাতা- রওশনারা আক্তার সাং-হেমায়েতপুর, থানা- সাভার, জেলা -ঢাকা, ও মোঃ হীরা মিয়া (২২), পিতা- ইদ্রিস আলী, মাতা- ফাতেমা খাতুন সাং-রাধাকানাই দবরদস্তা, থানা- ফুলবাড়ীয়া, জেলা- ময়মনসিংহ। গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।