শিরোনাম

South east bank ad

ভরা মৌসুমে ইলিশের খরা

 প্রকাশ: ১৩ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এম.এম.জাহিদ হাসান হৃদয়, (আনোয়ারা) :

দীর্ঘ ৬৫ দিনের মৎস্য অবরোধ কাটিয়ে গত ২৪ জুলাই ইলিশের বুক ভরা আশা নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে নেমেছে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার উপকূলের প্রায় ১০ হাজার জেলে। দেশে করোনা পরিস্থিতির মধ্যে অসহনীয় কষ্ট সহে শেষমেশ নিজেদের দুঃখ ঘুছানোর স্বপ্ন দেখলেও তাদের স্বপ্ন যেন সপ্নই রয়ে গেলো। ইলিশের এই ভরা মৌসুমে পর্যাপ্ত পরিমাণ ইলিশ না পাওয়াই নিজেদের খরচ পুষাতে হিমশিম খেতে হচ্ছে উপকূলের সব জেলেদের।

অন্যান্য বছর এই মৌসুমে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়লেও এই বছর অনেকটা খালি হাতেই কুলে ফিরতে হচ্ছে তাদের। কারো কারো জালে অল্প-আধটু জাটকা ধরা পরলেও বড় ইলিশ যেন চোখেই পড়ছেনা কারো। সমুদ্রে চষে এসে ইলিশের এহেন দূরাবস্থার কথা তুলে ধরে আক্ষেপ করতে থাকে উপকূলের জেলেরা।

আনোয়ারা উপজেলা মৎস্য অধিদপ্তরের সূত্রে জানা যায়, এই মৌসুমে উপকূলে প্রায় ৬শ টির নৌকা মাছ ধরার জন্য সাগরে নেমেছে। এর মধ্যে উঠান মাঝির ঘাটে ২৮০টি,সাত্তার মাঝির ঘাটে ৪৫টি, ফকিরহাটে ১৭০টি,গলাকাটা ঘাটে ৩৫টি, পিচের মাথায় ৩৫টি ও বাছা মাঝির ঘাটে ৪০টি। অন্য নৌকাগুলো পারকি ও জুঁইদণ্ডী এলাকার।

বঙ্গপোসাগর থেকে আসা মোহসেন আউলিয়া বোটের ইয়াসিন নামের এক জেলে জানায়,অন্যান্য বছর এই সময়ে জালে যে হারে বড় মাছ পড়তো,কিন্তু এই বছর তার কোনো দেখা নেই। অল্প-আধটু যা পড়তেছে তাও ছোট ছোট জাটকা। এতদিন পর সমুদ্রে নেমেও কোনো ক্ষতি ছাড়া লাভ হচ্ছে না।

এই বিষয়ে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবি সমিতির আনোয়ারা শাখার সাধারণ সম্পাদক শ্রী কৃষ্ণ দাশের সাথে কথা হলে তিনি জানান,মূলত সাগরে মিষ্টি পানি নামার সাথে সাথে গভীর সমূদ্র থেকে বড় মাছগুলো কাছে চলে আসে আর তখনি জেলেদের জালে আটকা পড়ে যায়, আর এবছর বৃষ্টি হওয়ার পরও জেলেদের জালে কেন মাছ পড়তেছেনা এটা বুঝতে পারতেছিনা আশা করি আগামী পূর্ণিমাতে জেলেদের জালে ভালো মাছ পরবে।

ইলিশের এই দূরাবস্থা নিয়ে উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশিদুল হক বলেন, আসলে আমরা সরেজমিনে বিষয়টি গিয়ে দেখেছি,জেলেদের জালে তেমন আশানুরূপ মাছ ধরা পরতেছে না। আর যেসব মাছ পরতেছে তা সাইজে অনেক ছোট।
জেলেদের জালে মাছ না পড়ার কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি জানান,আসলে আমরা মাছ না পড়ার কোনো কারণ চিহ্নিত করতে পারিনি তবে যতটুকু মনে হচ্ছে বৃষ্টির কারণে হয়তো এমনটি হচ্ছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: