ফুলবাড়িয়ায় যুব দিবসে র্যালি ও মাস্ক বিতরণ
মো. আব্দুস ছাত্তার, (ফুলবাড়িয়া) :
‘মুজিববর্ষের আহ্বান, যুব কর্মসংস্থান’ স্লোগানের আলোকে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বৃহস্পতিবার (১২ আগস্ট) সকাল ১১টায় আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র্যালি ও মাস্ক বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত র্যালিতে উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল ছিদ্দিক, সহকারী কমিশনার (ভূমি) দিলরুবা ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শরাফ উদ্দিন শর, যুব উন্নয়ন অফিসার নুর মোহাম্মদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আবু বকর সিদ্দিক, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক ওয়াদুদ আকন্দ দুদু, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান হীরা, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা এস এম মোকাদ্দেছ (সুমন শাহ), উপজেলা যুবলীগের আহ্বায়ক আ: কদ্দুছ, যুগ্ন আহ্বায়ক মুনজুরুল হক রাসেল, তাতীলীগের আহ্বায়ক চান মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. রফিকুল ইসলাম রাকিব প্রমুখ।
পরে মাস্ক বিতরণ করা হয়।