নয়াভাঙ্গনী নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার
বরিশাল ব্যুরো :
বরিশালের হিজলা ও মুলাদী মধ্যবর্তী নয়াভাঙ্গনী নদী থেকে নুরু বাবুর্চি নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে মুলাদী থানা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় হিজলা- মুলাদী ব্রিজ সংলগ্ন নয়াভাঙ্গনী নদীর কিনারা থেকে ভাসমান একটি মরদেহ দেখে স্থানীয়রা হিজলা এবং মুলাদি থানা পুলিশকে অভহিত করেন। পরবর্তীতে উভয় থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে মুলাদী থানার সীমানার মধ্যে অজ্ঞাত এক যুবকের মরদেহ ভাসমান অবস্থায় আছে।
মুলাদী সিমান্ত লাগোয়া হওয়ায় মুলাদী থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়। ঐ লাশের সংবাদ পেয়ে নিখোঁজ নুরু বাবুর্চির স্ত্রী ছুটে যায় মুলাদী থানায় এবং লাশটি দেখে তার স্বামীর শনাক্ত করেন।
এ ঘটনায় নিহত নুরু বাবুর্চির স্ত্রী বাদী হয়ে মুলাদী থানা ৯ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মুলাদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান বলেন, নিহতের স্ত্রী খাদিজা বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
উল্লেখ্য, গত ছয় মাসের মধ্যে নুরু বাবুর্চি ৭ জনকে কুপিয়ে জখম করার পরে হিজলা থানা পুলিশ নুরু বাবুর্চির উপর কড়া নজরদারি জারি করেন। এক পর্যায়ে হিজলা থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার দুর্গম এলাকা হিজলা গৌরব্দী ইউনিয়নের চরাঞ্চল থেকে নুরু বাবুর্চি ও তার তিন ছেলেকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। ঐ মামলা থেকে জামিনে মুক্তি পেয়ে জেল থেকে বের হয়ে এসেই চাচতো ভাই খোকন বাবুর্চিকে কাউরিয়া বাজার থেকে নুরু বাবুর্চি ও তার তিন ছেলে অস্ত্র দেখিয়ে ধরে নিয়ে গিয়ে সাদা কাগজে স্বাক্ষর রেখে মারধর করে ছেড়ে দেয়। তার বিরুদ্ধে হিজলা থানাসহ বিভিন্ন থানায় ডাকাতি, হত্যা, চাঁদাবাজি ও অস্ত্রসহ অর্ধশতাধিক মামলাা রয়েছে।