মাধবপুরে অ্যাস্ট্রাজেনেকা টিকার দ্বিতীয় ডোজ শুরু
শেখ জাহান রনি, (মাধবপুর) :
হবিগঞ্জের মাধবপুরে অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় ডোজ আবার শুরু হয়েছে। মঙ্গলবার (১০আগষ্ট) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকার টিকার ২য় ডোজ প্রদান শুরু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পঃপঃ কর্মকর্তা ইশতিয়াক মামুন জানিয়েছে, দীর্ঘ দুই মাস বন্ধ থাকা পর ১০ আগষ্ট সকাল থেকে অ্যাস্ট্রাজেনেকা দ্বিতীয় ডোজ প্রদান শুরু হল, প্রায় ১,৫০০ জনের মত দ্বিতীয় ডোজ টিকার গ্রহনের বাহিরে ছিল। তার সাথে সিনোফার্মা টিকার ডোজ প্রতিদিন দেয়া হচ্ছে।