নেত্রকোণার সীমান্তে ভারতীয় কসমেটিক্স পণ্য আটক
আব্দুর রহমান, (নেত্রকোণা) :
নেত্রকোণা দুর্গাপুরে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণে বিভিন্ন প্রকার অবৈধ ভারতীয় কসমেটিক্স জাতিয় পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ব্যাটালিয়ন ৩১ বিজিবি।
সোমবার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৫ টায় উপজেলার ১নং কুল্লাগড়া ইউনিয়নের বিজয়পুর ভারতীয় সীমান্তের ১১৫১/৫-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কয়লাপোর্ট নামক স্থানে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে নায়েব সুবেদার মোঃ আবুল আলম চৌধুরীর নেতৃত্বে ১০ সদস্যের একটি টহল দল।
এসময় বিপুল পরিমাণে ভারতীয় ক্লিনিক প্লাস শ্যাম্পু, ভারতীয় স্ট্রেসমি প্লাস শ্যাম্পু, ভারতীয় সানসিল্ক শ্যাম্পু, ভারতীয় নবরত্ন তেল, ভারতীয় ডার্ক ফ্যান্টাসি বিস্কুট, ভারতীয় হরলিক্স, ভারতীয় কিটকাট চকলেট সহ বিভিন্ন জাতের ভারতীয় পণ্য জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের সর্বমোট সিজার মূল্য ৫৫ লাখ ২৯ হাজার ৫৫৪ টাকা। জব্দকৃত মালামাল নেত্রকোণা জেলা কাস্টমস্ অফিসে জমা করা হবে।
আজ মঙ্গলবার দুপুরে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন, নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম জাকারিয়া।
তিনি বলেন, সীমান্তে চোরাচালান রোধে এই অভিযান অব্যাহত থাকবে। তবে এসময় কোন চোরাকারবারীকে আটক করা সম্ভব হয়নি জানান তিনি।