হবিগঞ্জ জেলা পুলিশের কল্যাণ সভায় ক্রেস্ট প্রদান
নুর উদ্দিন সুমন, (হবিগঞ্জ) :
হবিগঞ্জে পুলিশের মাসিক কল্যাণ সভায় অনুষ্ঠিত হয়েছে । (৯ আগস্ট ) দুপুরে দেশব্যাপী অভিন্ন মানদন্ডে হবিগঞ্জ পুলিশ লাইনে মাসিক কল্যাণ সভায় জেলার শ্রেষ্ঠ অফিসারদের পুরস্কার ও সম্মাননা তুলে দেন হবিগঞ্জের পুলিশ সুপার এসএম মুরাদ আলি।
আয়োজিত কল্যাণ সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) শৈলেন চাকমা, হবিগঞ্জ সদর সার্কেল মাহফুজা আক্তার শিমুল, বানিয়াচং সার্কেল পলাশ রঞ্জন দে, মাধবপুর (সার্কেল) মহসিন আল মুরাদ, বাহুবল সার্কেল মো: আবুল খায়ের সহ সকল থানার অফিসার ইনচার্জগন প্রমূখ।
সংশ্লিষ্ট পুলিশ সুত্রে জানা গেছে, অভিন্ন মানদণ্ডের আলোকে জুলাই মাসের জেলার মাসিক কল্যাণ সভায় নবাগত পুলিশ সুপার এস এম মুরাদ আলি বিভিন্ন পদমর্যদার শ্রেষ্ঠ অফিসারদের মধ্যে সন্মাননা ক্রেস্ট তুলে দেন।
পুলিশ সুপার বলেন, মানুষের কল্যাণে কর্মক্ষেত্রে সুষ্ঠুভাবে দাযয়িত্ব পালন, অপরাধীদের আইনের আওতায় আনা, বিভিন্ন জটিল মামলার রহস্য উদ্ঘাটন ও অপরাধ দমনে একাগ্রভাবে কাজ করে যাওয়ায় তাদেরকে পুলিশ হেডকোয়ার্টার প্রণীত অভিন্ন মানদণ্ডের আলোকে পুলিশের সকল পদমর্যাদা ১ম, ২য়, ৩য় নির্বাচন করা হয় ।
এর মধ্যে জেলার শ্রেষ্ঠ নির্বাচিত হলেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মো: ইমরান হোসেন, চুনারুঘাট থানার ওসি (তদন্ত) চম্পক দাম একই থানার এসআই ভূপেন্দ্র চন্দ্র বর্মণ, মাধবপুর থানার এএসআই জিয়াউর রহমান। শ্রেষ্ঠ প্রাপ্ত অফিসারগণ বলপন, ভাল কাজের স্বীকৃতি পাওয়া অত্যন্ত সন্মানের। এ ধরনের পুরস্কার আরো কর্মস্পিহা ও দায়বদ্ধতা বাড়িয়ে দেয়।