বীর মুক্তিযোদ্ধা শহিদ শেখ কামাল এঁর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন কুষ্টিয়া পুলিশ সুপার
বৃহস্পতিবার স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা এঁর জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে কালেক্টরেট চত্ত্বরে বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর প্রতিকৃতিতে স্বাস্হ্যবিধি মেনে যথাযোগ্য মর্যাদায় শ্রদ্ধাঞ্জলি প্রদান এবং চারাগাছ বিতরণ ও রোপনে অংশ গ্রহন করেন কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মোঃ খাইরুল আলম।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) মোঃ ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার(সদর) মোঃ রাজিবুল ইসলাম, ডিআইও(১), আরওআই এবং কুষ্টিয়া মডেল থানা অফিসার ইনচার্জ সহ জেলা পুলিশের অফিসার ফোর্সগণ।