শিরোনাম

South east bank ad

শেখ কামাল একজন সাধারণ মানুষ ও অনন্য প্রতিভার অধিকারী ছিলেন: শিল্পমন্ত্রী

 প্রকাশ: ০৫ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি বলেছেন, বঙ্গবন্ধুর সন্তান হিসেবে নয়, একজন সাধারণ মানুষ ও ছাত্র হিসেবে শেখ কামাল অনন্য প্রতিভার অধিকারী ছিলেন। তিনি বঙ্গবন্ধুর একজন সাধারণ কর্মী হিসেবে ছাত্র সমাজের সঙ্গে কাজ করেছেন। দেশের প্রত্যেকটি আন্দোলন সংগ্রামেও একজন সাধারণ কর্মী হিসেবে অংশ নিয়েছেন।

এসময় তিনি বলেন, আমি শেখ কামালের বন্ধু ও সহপাঠী হিসেবে একসঙ্গে ছিলাম। শেখ কামাল আমার একজন বন্ধুই ছিলেন না, সহযোদ্ধাও ছিলেন।

বৃহস্পতিবার (০৫ আগস্ট) নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় শিল্পমন্ত্রী ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, আগস্ট মাস বেদনা ও শোকের মাস, প্রতিবছর আমরা এ মাসে শোক পালন করার মধ্য দিয়ে নিজেদের মানসিক শক্তিকে শাণিত করি এবং শক্তি সঞ্চয় করি। পাকিস্তানিদের পরাজয়ের গ্লানি যারা মানতে পারেনি, তারাই পাকিস্তানি সেনাদের বাঙালি দোসরদের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপরিবারের হত্যাকাণ্ড ঘটিয়েছে। শেখ কামাল বাংলাদেশ ছাত্রলীগের একজন নিবেদিত, সংগ্রামী ও আদর্শবাদী কর্মী হিসেবে বিভিন্ন আন্দোলন সংগ্রামসহ মহান মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকা পালন করেছেন।

নরসিংদী জেলা প্রশাসক আবু নাইম মোহাম্মদ মারুফ খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নরসিংদী পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, নরসিংদী জেলা শাখার সেক্টর কমান্ডার্স ফোরাম’৭১ এর সভাপতি আবদুল মোতালিব পাঠান এবং নরসিংদী সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী ভার্চ্যুয়ালি আলোচনায় অংশ নেন। এছাড়াও জেলার বিভিন্ন দপ্তর সংস্থার প্রধান এবং রাজনৈতিক ব্যক্তিরা এ আলোচনায় ভার্চ্যুয়ালি যুক্ত হন।

সভাপতির বক্তব্যে আবু নাইম মোহাম্মদ মারুফ খান বলেন, শেখ কামাল আজন্ম স্বপ্ন যোদ্ধা ছিলেন। তিনি স্বপ্ন দেখেছেন এবং তা বাস্তবায়ন করেছেন। নতুন প্রজন্মকে শেখ কামালের জীবন দর্শন হিসেবে সব জায়গায় উপস্থাপন করতে হবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: