শহীদ শেখ কামালের জন্মদিনে জেলা পুলিশের শ্রদ্ধা
শামীম আলম, (জামালপুর) :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭২তম জন্মদিবস উপলক্ষে গভীর শ্রদ্ধা নিবেদন করেন জামালপুর জেলা পুলিশ।
বৃহস্পতিবার (৫ই আগস্ট) জেলা প্রশাসন কার্যালয় চত্বরে স্থাপিত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর স্মৃতি বেদীতে পুস্পস্তবক অর্পণ করে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন জামালপুর জেলা পুলিশ সুপার মোঃ নাছির উদ্দিন আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুর্শেদা জামান, অতিরিক্ত পুলিশ সুপার সীমা রাণী সরকার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, পরিচালক জেলা আনসার ও ভিডিপি সহ জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ।