শিরোনাম

South east bank ad

মমেক হাসপাতালের করোনা ইউনিটে সর্বোচ্চ ২৩ জনের মৃত্যু

 প্রকাশ: ০২ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এইচ এম জোবায়ের হোসাইন

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৭জন করোনায় এবং ১৬জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ক্রমবর্ধমান চাহিদা সামাল দিতে মমেকহা কর্তৃপক্ষ গতকাল থেকে আইসিইউ বেড ২০ থেকে ২৫ এ উন্নীত করেছে।

সোমবার (০২ আগষ্ট ১০টায় বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন বলেন, রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ইউনিটে ৭জন করোনায় মারা গেছেন তন্মধ্যে ময়মনসিংহ জেলার ৫জন ও নেত্রকোণার ২জন। এছাড়া ওই সময়ের মধ্যে করোনার উপসর্গ নিয়ে ১৬জন মারা গেছেন তন্মধ্যে ময়মনসিংহ জেলার ১০জন ও জামালপুরের ৩জন, নেত্রকোনার ১ ও গাজীপুরের ২জন।

করোনায় ৭জন মারা গেছেন ময়মনসিংহ সদরের মাহবুব (৪০), লাইলী বেগম (৫০), মোঃ আবিদ মিয়া (৪৫), হালুয়াঘাটের আবুল হোসেন (৭০), ঈশ্বরগঞ্জের আলতাফ উদ্দিন (৮৫), নেত্রকোনার সদরের রাজা আলী (৭০), মোহনগঞ্জের বিউটি আক্তার (৫০)।

করোনার উপসর্গ নিয়ে ১৬জন মারা গেছেন- ময়মনসিংহ সদরের গিয়াস উদ্দিন (৬৫), শম্ভুগঞ্জের আব্দুল মজিদ (৫৫), তারাকান্দার আব্দুল হাকিম (৭০) ও আব্দুল জব্বার (৬৩), মুক্তাগাছার রবি সেন (৬০) ও আব্দুল খালেক (৬০), ঈশ্বরগঞ্জের আব্দুল হাই (৭০), গফরগাঁওয়ের নূর জাহান (৭০), ফুলপুরের সূরুজ আলী (৬০), ফুলবাড়িয়ার মকবুল হোসেন (৬৫), জামালপুর সদরের গাজিবুর (৬৫ ), দেওয়ানগঞ্জের আফসার আলী (৬৫), সরিষাবাড়ির সেতারা (৫০), নেত্রকোনা সদরের অলি (১৭), গাজীপুর সদরের সাজেদা আক্তার (৩০) ও শ্রীপুরের মালেকা বানু (৭০)।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ইউনিটে বর্তমানে ৫৩৫ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২৫ জন রোগী। নতুন সনাক্ত হয়েছেন ৪৪১জন, নতুন ভর্তি হয়েছেন ৬২ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬১ জন এবং । ওয়ান স্টপ ফ্লু কর্ণারে গত ২৪ ঘন্টায় মোট সেবা নিয়েছেন ৩৯৫ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ জেলায় ১ হাজার ৬১৭ নমুনা পরীক্ষা করে ৪৯৫ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ৩০.৬১ দশমিক ৪৬শতাংশ এবং ১ আগষ্ট ছিল২৭ দশমিক ৪৬শতাংশ বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: