বিদায় বেলায় সুসজ্জিত গাড়িতে বাড়ি গেলেন তারা
আমজাদ হোসেন শিমুল, (রাজশাহী) :
‘যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়, তবুও চলে যায়’- কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অমীয় এই বাণিটি যেন প্রত্যেক বিদায়বেলায় মানুষের হৃদয়কে আন্দোলিত করে। তবে বিদায় যে অমঘ, চির সত্য- এটি তো মানুষকে মেনে নিতেই হয়। আর এমনই এক বিদায় মূহুর্ত রবিবার (০১ আগস্ট) চলে এসেছিল রাজশাহী জেলা পুলিশের ৯ জন সদস্যের জীবনে। চাকুরীজীবন সমাপ্ত করে পিআরএল (অবসরকালীন ছুটি) এ যাওয়া সহকর্মী পুলিশ সদস্যদের বিদায় বেলায় জেলা পুলিশের ব্যবস্থাপনায় সুসজ্জিত গাড়িতে করে কর্মস্থল থেকে শেষবারের মতো বাড়ি পৌঁছে দেওয়ার এক অনন্য উদ্যোগ গ্রহণ করেন রাজশাহীর পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন।
রবিবার দুপুর ১২ টায় রাজশাহী পুলিশ লাইন্সে কর্মজীবন শেষ করে জেলা পুলিশ থেকে পিআরএল (অবসরকালীণ ছুটি) এ যাওয়া এএসআই (সশস্ত্র ) মো. আব্দুল মান্নান, নায়েক মো. মতিউর রহমান, নায়েক মো. আলাউদ্দিন, নায়েক মো. আব্দুস সালাম, কনস্টেবল মো. আবুল কালাম আজাদ, মো. তসিকুল ইসলাম, কনস্টেবল মো. ইসলাম উদ্দিন, কনস্টেবল মো. মহসীন আলী ও কনস্টেবল মো. ইউনুছ আলীকে আনুষ্ঠানিকতার সাথে সুসজ্জিত গাড়িতে করে বিদায় জানানো হয়। এ সময় তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
বিদায়ী পুলিশ সদস্যগণ তাদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে এসময় বলেন, বিদায়বেলায় পুলিশ সুপারের উদ্যোগে এমন আনুষ্ঠানিক বিদায়ে আমরা অত্যন্ত গর্বিত ও সম্মানিত । এমন সম্মানজনক বিদায় পেয়ে তারা পুলিশ সুপার মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জেলা পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেন বলেন, ‘বিদায় তো চির অমঘ-চির সত্য। যেখানেই থাকি একদিন আমাকেও অবসরে যেতে হবে, নিতে হবে বিদায়। হয়তো একদিন পৃথিবী থেকেও চিরবিদায় নিতে হবে। আসলে এটাই এ ধরার নিয়ম। যা সবাইকে মানতে হবে। আর রবিবার ৯ জন পুলিশ সদস্য তাদের কর্মময় জীবনের পরিসমাপ্তি ঘটিয়ে অবসরে চলে গেলেন। তাদের জন্য জেলা পুলিশের পক্ষ থেকে শুভকামনা জানাই।’