গফরগাঁওয়ে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার
এইচ কবীর টিটো, (গফরগাঁও)
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন লংগাইর ইউনিয়নের পশ্চিম গোলাবাড়ি গ্রামে শনিবার রাতে ফাঁসিতে ঝুলে মোঃ আতিকুল ইসলাম (৩৫) নামে একজন আত্মহত্যা করেছে। মৃত আতিকুল ওই গ্রামের মনসুর আলীর ছেলে।
পরিবার ও এলাকা সূত্রে জানা গেছে, আতিকুল ইসলাম মানসিক ভারসাম্যহীন ছিলেন। শনিবার রাত ১ টার দিকে স্ত্রীকে ঘরে রেখে বাহির থেকে শিকল লাগিয়ে চলে যায়।পরে কোন এক সময় বাড়ির সামনে গলায় দড়ি প্যাচিয়ে গাছের সাথে ফাঁসিতে ঝুলে আত্নহত্যা করে। ঘরে ফিরতে দেরি করায় স্ত্রী ডাকাডাকি শুরু করলে স্বজনরা বের হয় আসে। পরে খোজা করে ঘর থেকে ২০০ গজ দূরে আতিকুল ইসলামকে গাছের সাথে ফাঁসিতে ঝুলতে দেখে পুলিশে খবর দেয়।খবর পেয়ে পাগলা থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লব ঘটনার সত্যতা নিশ্চিত করে।
পাগলা থানার ওসি (তদন্ত)কামাল হোসেন বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।