শিরোনাম

South east bank ad

স্ত্রীকে নির্যাতন ও মাথার চুল কেটে দেয়ায় স্বামী গ্রেফতার

 প্রকাশ: ০১ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

আব্দুল্লাহ হেল বাকী, (নওগাঁ) :

নওগাঁয় যৌতুকের টাকার দাবিতে মারপিট করে স্ত্রীর মাথার চুল কেটে দেয়ার অভিযোগে স্বামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
জানা গেছে, কুষ্টিয়া সদর উপজেলার বেলঘড়িয়া গ্রামের মোজাহার আলী মেয়ে মহসিনা পারভীন (২৮) এর সাথে ঢাকার ভাষানটেক এলাকার এটিএম মোস্তফা কামালের ছেলে মোহাম্মদ জাহিদ হাসান (৩৬) সাথে পারিবারিক ভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে পারিবারিক কারণে নওগাঁ সদর উপজেলার চকবিরাম গ্রামের মানছুরা জলিলের ভাড়া বাসায় থাকেন এ দম্পতি।

পুলিশ সূত্রে জানা যায়, মোহাম্মদ জাহিদ হাসানের সাথে মহসীনা পারভিনের ৬ বছর আগে পারিবারিক ভাবে ইসলামী শরীয়াত মোতাবেক বিয়ে হয়। তাদের ঘরে ৪বছরের একটি সন্তান রয়েছে। সন্তান জন্ম গ্রহণের পর থেকে যৌতুকের জন্য শারীরিকভাবে অত্যাচার ও নির্যাতন শুরু করে স্বামী। বিষয়টি মহসীনা পারভিন সে সময় তার বাবা, মাকে জানালে ৬ লাখ টাকা যৌতুক দেয়। যৌতুক দেওয়ার কিছুদিন না যেতেই আবারো ৫ লাখ টাকা যৌতুকের দাবিতে নির্যাতন শুরু করে।

মহসীনা পারভিন সাংবাদিকদের জানান, গত ২১ জুলাই দুপুরে আমার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক মাথার চুল কেটে ন্যাড়া করে দেয়ার পর আবারো যৌতুকের দাবিতে ৩০ জুলাই রাতে পুনরায় ৫ লাখ টাকা যৌতুক দাবি করেন আমার স্বামী। যৌতুক টাকা না দেয়াতে ক্ষিপ্ত হয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি ভাবে মারপিট শুরু করলে পার্শ্ববর্তী বাড়ির লোকজন এগিয়ে এসে আমাকে উদ্ধার করেন।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল বলেন, গৃহবধূ নির্যাতনের বিষয়ে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। স্ত্রীর অভিযোগের ভিত্তিতে তার স্বামীকে গ্রেফতার করে থানা হেফাজতে নেয়া হয়েছে। এঘটনায় নির্যাতিত (ভিকটিম) গৃহবধূ মহসীনা পারভিন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করেছেন। গ্রেফতারকৃত ব্যক্তিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে শনিবার নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: