শিরোনাম

South east bank ad

ইবিএইউবির উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন মো. হাবিবুর রহমান আকন

 প্রকাশ: ৩১ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের (ইবিএইউবি) উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে অধ্যাপক মো. হাবিবুর রহমান আকনকে। তিনি ১৯৭২ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগে প্রভাষক পদে যোগ দেন।
শিক্ষকতার পাশাপাশি তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুটি হলের আবাসিক শিক্ষক, হিসাববিজ্ঞান বিভাগের সভাপতি, বিজনেস স্টাডিস অনুষদের ডিন, শহীদ শামসুজ্জোহা হলের প্রাধ্যক্ষ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও ফাইন্যান্স কমিটির সদস্য এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।
তিনি ২০১৩ সালে অধ্যাপক হিসেবে অবসর নেন। এছাড়া তার বেশকিছু গবেষণামূলক প্রবন্ধ দেশীয় ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: