মার্কেন্টাইল ব্যাংকের উদ্যােগে বাউফলে দুস্থ ও অসহায় মানুষদের মধ্যে খাদ্যদ্রব্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ
পটুয়াখালীর বাউফলে মার্কেন্টাইল ব্যাংকের উদ্যােগে দুস্থ ও অসহায় মানুষদের মধ্যে খাদ্যদ্রব্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান এ.এস.এম. ফিরোজ আলমের পৃষ্ঠপোষকতায় ও বাউফল প্রেসক্লাবের আয়োজনে আজ বুধবার (২৮ জুলাই) বেলা ১১টায় প্রেসক্লাব চত্বরে এলাকার দুস্থ ও অসহায় মানুষের মধ্যে এসব খাদ্যদ্রব্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাউফল প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক অহিদুজ্জান ডিউক, মার্কেন্টাইল ব্যাংকের কালাইয়া শাখার শাখা প্রধান আল মামুন, কালিশুরি উপ-শাখার ইনচার্জ মো. আলমগীর হোসেনসহ প্রেসক্লাব ও ব্যাংকের অন্যান্য কর্মকর্তাগণ।